MY WRITTING
আমার লেখা কবিতা ও গান
সঙ্গী
এমন কে আছ মোর সঙ্গী হবে
চিরকাল মোর সঙ্গে রবে
বিপদকালে চোখের জলে
সে আমাকে নেবে তুলে
হয়তো সেজন আসতে পারে
শীতকালে মনের ঘরে
হঠাৎ করেই পড়বে ধরা
চোখের নেশায় করব তারা
ভালবেসে দীর্ঘশ্বাসে বলবে কথা পাশে এসে
বুঝতে তাহার দেরি হবে তবুও আমার সঙ্গে রবে
এমন করে বলবে কথা কথা যেন লাজুক লতা
খুলবে সেজে অবশেষে জমিয়ে রাখা স্মৃতির পাতা
প্রয়োজনমনরে ওরে মন বুঝেছিস কি কখন
সময়ে সময়ে যাহাকে প্রয়োজন
SHE JOKHON DAKE MON আছো কই KI কারণ
বুঝেছিস KI তখন তাহাকেই প্রয়োজন
ডাকিছে SE মোরে পরোতে পরোতে বুঝিনি কেন যে অকারণ আলাপন
মনরে ওরে মন বুঝেছিস কি কখন সময়ে সময়ে যাকেই প্রয়োজন
বুঝেছি বুঝেছি তাহাকেই দেখেছি উপায় হারিয়ে যখনই ভেবেছি
বুঝিনি বুঝিনি তাকে খুঁজে NI সে যখনই আমাকে দেখেছে তখনই
আজ এই অকালে হারিয়ে সকলে ডাকিতেছি অকারণ
জীবনে-মরণে সকল কারণে যাহাকে আমারই জীবনে প্রয়োজন
মনরে ওরে মন বুঝেছিস কি কখন জীবনে মরনে যাহাকে প্রয়োজন
স্বপ্ন
যে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাল
আবার সে কেমন করে ভুলি আজি গেলো
জে স্বপ্ন তুমি দেখাইলা আমারে
স্বপ্ন ভেঙে দিলে তুমি আবার কেমন করে
এখন আমি একা থাকি কেমন করে বল
যে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাল
বলো কি ভুল ছিল আমার তোমায় কাছে চাওয়া
সে ভুলের মাশুল কি আজ তোমায় ভুলে যাওয়া
এ কথাটি তাহার তরে প্রশ্ন রয়ে গেল
যে আমাকে ভালবাসার স্বপ্ন দেখাল
যদি তুমি চাইতে ক্ষমা সুখী হবার লাগি
আর কখনো KORতামনা যে তোমায় দোষের ভাগী
জানি তুমি সুখি হতে চাও প্রতিক্ষনে
চাইলে জীবন দিতাম আমি তোমার প্রয়োজনে
তবু কেন আমায় সে ভুলিয়াযে গেল
যে আমাকে ভালোবাসা স্বপ্ন দেখাল
যখন আমি একা থাকি তোমার কথা মনে আসে
একই আমার দোষ বল স্বপ্ন কেন দু চোখে ভাসে
বলি বলি করে তো বলি নাই আজও মনের সকল কথা
বললে কি তুমি জানাতে মোরে তোমার হৃদয়ের ব্যথা
জানি তোমার লাজুক চোখের কোনে আমার ছবি ভাসে
বুঝতে আমার হয়নাতো ভুল তোমার দৃষ্টি মোর পানে যখনি আসে
জানি ওই চাহনির মাঝে কোন না কোন স্বপ্ন রসে
আমার হৃদয়ের কল্পলোকে এমনই সুরের ঝঙ্কার বাজে
তবু কেন হয় বলিতে ভয় হয় চাই যে তোমায় হৃদয় গভীরে
তোমারও কি মনে BOHIতাছে লহরী নতুন কোন সুর ধীরে
জানি জানি আমি তোমার হৃদয়ের স্বপ্নে বিভোর আজ
তোমারি স্বপ্ন করিতে সকল হৃদয় ব্যাকুল ভুলেছি সব কাজ
এস মর সাথে হাতে হাত রেখে
রিপন ভুলবোনা মোরা কাউকে কখনো দুঃখ দিবো না কোন খন
এই তো মোদের ভালবাসা আজ সার্থকতার রূপ নিয়েছে
দুজন দুজনের ভালবাসার গল্প যেখানে শুরু হয়েছে
আজ কেন মন এত বিষণ্ন রয়
আপন কাউকে কষ্ট দিয়েছি যে তাই
জানিনা কতটা কষ্ট মনে সে নিয়েছে
জানা কিসে হৃদয় তা কতটা পেয়েছে
সারাটি খন আজি বিবেকের তাড়নায়
ঝড় বয়ে যায় এমন এক ভীষণ যাতনায়
তবু সে কি বুঝবে না আমার মনের ব্যথা
আমি তাকে বলবো কেমন এমন করুণ কথা
দূরে থাক সবে এসো না তো কাছে এমন কথা কি বলো মোর সাথে
ভুল করেছি আমি তাই জানাবো তাকে
বুঝবে সে কি ভুল কষ্ট দিয়েছি তাকে
আমি নই আমার স্বার্থপর যে তাকেই করব পর সামান্য ভুলের কারণে
অথচ সে আমাকে করে দিতে চাই পর সেই স্মরণে
আমি কি সকল সময় সকল কথার ভুল রাখিয়াছি মনে
কেন সে সকলখানে ঐ সকল কথা মনে মনে রাখে অভিমানে
ভুল সবই ভুল তবু সে ভুলের মাশুল কেন দেবো জনে জনে
যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায়
বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া
মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া
কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া
কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া
একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার
এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার
যে কারনে আমার বুকে কষ্ট জমা হয়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
তোমার বাসতে ভাল করিনি ভুল
চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল
কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে
আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে
যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY
এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
লিখিত চাই আজ তাই লিখে যাই লিখি bA r sreshtho আর নাহি হয়
আমার লেখার ভ্যাস গুলো যদি হতো যদি কবির কাব্য
হয়ত কেহ তাহা রাখিত হৃদয়ে হইতাম আমি লিখি JOGGO
এমনও আস নাই আমার তব এ নহে মোর ভাষ্য
চাহিয়াছি আমি জাগো সকলে এ কথা নয় অবিনশ্ব
সকলের তরে দেখাতে যদি পারতাম কিছু ভুল
বুঝিতে সবাই তাহার কি কাজ আমার কথার মূল
এইতো আমি বলিতে সদা প্রস্তুত যদি প্রস্তুত আজি দিও নাকো বাধা
যদি দেখো তুমি আমার এ কথা সকলের তরে পাই যোগ্যতা
তবে জেনে নিও আমার ভাষা দিতে পারে তোমায় সকল আসা
তবে কি আজ বলবো না তোমায় সত্যর পথে খুজি ও সদায়
সত্যের পথ জানো কি হেথায় রহমতের মালিক আছেন যেথায়
জীবন তরী চলে আমার তরীর মাঝে আমি না
কিসের মোহে কাটায় যেদিন সে কথাটা ভাবি না
যার তরি সে হায় মাঝি আমি তাহার সুরে বাজি
ভুল করিয়া অামায় বুঝি বইখানি দিলানা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এ কেমন নিয়ম বিধি দিলা এ সংসারে
ভবের তরে আয়েশা মানব সুখের স্বর্গ করে
স্বর্গ আমার রইল পড়ে কিসের নেশায় বেড়াই ঘুরে বুঝিয়াও বুঝি না
লেজীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এই তো মোদের সাধের জীবন চলেছি বয়ে সারাটি ক্ষণ
এমন জীবন মানে খোঁজার সময় কি আজও হয়নি আমার
দয়া করে দেখাও তোমার আছে যত মহিমা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
যখন তোমার হৃদয় মাধবীলতা ফোটে
আমি তার গন্ধ পাই
যখন তুমি চেয়ে থাকো আকাশপানে
আমি মেঘ হয়ে উড়ে যাই
তোমার মনে কোন বিষন্ন তাইলে আমি তা অনুভব করি
তুমি কেঁদে কেঁদে অশ্রু ঝরালে আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি
সুশোভিত হৃদয় উৎফুল্ল হয় তোমারি ছোঁয়ায়
আসাভালোবাসা জাগ্রত হয় তোমারি মায়ায়
এস নীরবে মৃদু বাতাসের গতি পথে
রোদ হয়ে মিশে যাব আজি তোমার সাথে
জোছনা ঝরানো কোনো এক রাতে জাগিয়া কাটিবে কিছুক্ষণ
একই সাথে ভালোবাসার গল্প হবে সারাক্ষণ
প্রকৃতির সংশ্লিষ্টতা রবে যতক্ষণ হবে এক নীরব প্রেমের গল্প
যেখানে ভালোবাসা হবেনা আল্প
এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয
যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায়
বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া
মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া
কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া
কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া
একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার
এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার
যে কারনে আমার বুকে কষ্ট জমা হয়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
তোমার বাসতে ভাল করিনি ভুল
চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল
কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে
আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে
যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY
এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
জীবন তরী চলে আমার তরীর মাঝে আমি না
কিসের মোহে কাটায় যেদিন সে কথাটা ভাবি না
যার তরি সে হায় মাঝি আমি তাহার সুরে বাজি
ভুল করিয়া অামায় বুঝি বইখানি দিলানা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এ কেমন নিয়ম বিধি দিলা এ সংসারে
ভবের তরে আয়েশা মানব সুখের স্বর্গ করে
স্বর্গ আমার রইল পড়ে কিসের নেশায় বেড়াই ঘুরে বুঝিয়াও বুঝি না
লেজীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এই তো মোদের সাধের জীবন চলেছি বয়ে সারাটি ক্ষণ
এমন জীবন মানে খোঁজার সময় কি আজও হয়নি আমার
দয়া করে দেখাও তোমার আছে যত মহিমা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
ভালোবাসার জয়
একদিন ভালোবাসার হবে হবে জয়
করি না করি না তবু কোন ভয়
রাত যায় দিন আসে ভালোবাসার বিশ্বাসে
আজ এই পথ চলার শেষ না হয়
একদিন ভালোবাসার হবে হবে জয়
বলেছি তারে আমি ভালোবাসার বহুগামী
ভেঙ্গো নাকো কভু তুমি আমার এ হৃদয়
হৃদয় ভেঙে গেলে জোড়া লাগে না কোনো ছলে
আজ তার সেই কথা বোঝা যেতে চাই
একদিন ভালোবাসার হবে হবে জয়
করি না করি না তবু কোন ভয়
স্বপ্নের বেড়াজালে দিন কাটে অবহেলে কল্পনা তবু আজই শেষ না হয়
ভালোবাসা বড় দামি চাইনা চাইনা আমি আজ শুধু এই ক্ষনে হারাতে তোমায়
একদিন ভালোবাসার হবে হবে জয় করি নত করিনা তো কোন ভয়
11 3 2012
তারা ভরা রাতে সাথে জোসনার আলো mitali
সে যদি মোরে ভালোবাসে একথা শুধু তারে বলি
আজ এই মধুক্ষণ এসো মোর ভুবনে
চেয়ে দেখো দুনয়নে স্বর্গ সুধা সরালাম তোমারি চরণে
বেদনার রঙ নয় আছে ঝর্ণার কলকাকলি
সে যদি মরে বাসি ভালো সে কথা শুধু তারে বলি
চাঁদকে বলেছি যেন জোছনা না পুরাই
রাতকে বলেছি যেন নীরবতা না পারায়
জোনাকিরা ঝোপঝাড়ে আলো দেবে চুপিসারে
সে যদি আসে তারে দেব ভালোবাসার মালাটিরে
আবেগি এ রাতে যদি দেখা হয় তার সাথে
ও
য়াদা নেব তাঁরই কাছে হারায় না কভু যাতে
আর কখনো স্বপ্ন দেখে না
আর কখনো তুমি ভালবাসার স্বপ্ন দেখো না
আর কখনো তুমি ওরে আপন ভেবনা
বেনারসি শাড়ি পড়ে যাবে যখন পরের ঘরে
আমায় ভেবে তখন তুমি কষ্ট পেওনা
আর কখনো স্বপ্ন দেখে না
জানি যে ভুল আমারই ছিল স্বপ্ন দেখা মিথ্যে হলো
তোমার পাবার যোগ্যতা যে আমার ছিলোনা
আর কখনো স্বপ্ন দেখো না
যেদিন তুমি পরের হবে আমার কথা মনে রবে
ভেবে নিও সে দিনগুলো সত্য ছিল না
আর কখনো স্বপ্ন দেখিনা
তোমার ভালোবাসা বলে নতুন করে জন্ম নিলে
সেদিন যেন আমায় তুমি ভুলে যেও না
আর কখনো স্বপ্ন দেখো না
যদি তোমার ওই হৃদয়ে বাঁচতে ইচ্ছা নাহি করে
তবু তুমি বাঁচার তরে স্বপ্নগুলো নতুন করে
মনে কষ্ট নেবে না
আর কখনো স্বপ্ন দেখো না
ভোরের পাখি ডাকে আমার প্রভাব হতেই
শিশির লুকায় ঘাসে সূর্যের দেখা পেতেই
আমার স্বপ্নলোকে তোমার ছবি থাকে
আমার প্রভাত হতেই ভোরের পাখি ডাকে
আজ তুমি কোথায় আছো কোন দূর অজানায়
আমি আজ তোমায় খুঁজি নীল স্বপ্নের ঠিকানা
মন চায় তারে পেতে গোধূলির লগ্ন যেতেই
ভোরের পাখি ডাকে আমার প্রভাত হতেই
আজ দেখা দেবে কি হৃদয় ব্যাকুল নদী
তোমাকে সাথে নিয়ে এই পথ চলা শেষ অবধি
ফিরে এসো এই পথে চলো আজ মোর সাথে
ভোরের পাখি ডাকে আমার প্রভাত হতে
এ নিয়মে গড়ার সংসার ভাঙতে সাধ হয
যে নিয়মে প্রিয়া প্রিয়া আমার দূরে সরে যায়
বিধির কাছে প্রশ্ন করি কেমন তোমার চাওয়া
মৃত্যু হয় কেমন করে ভালবাসার পাওয়া
কেন আমার স্বপ্ন ভাঙে প্রিয়া চলে যায়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
আমায় ভালোবাসো যে জন মনো প্রানো দিয়া
কেমন এ সে যাই ভুলে হৃদয় তারে নিয়া
একটি বড় ভাবলো না সে কি হবে যে আমার
এমন কোন ভালোবাসাই জীবন সুখী হবে তার
যে কারনে আমার বুকে কষ্ট জমা হয়
এ নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
তোমার বাসতে ভাল করিনি ভুল
চাইলাম আমি ওটাতে তোমার ভালবাসার ফুল
কেমন করে ফুলগুলো সব ভুল হয়ে ওঠে
আমার হৃদয়ে তাইতো আজি বেদনার রং ফোটে
যাবেই যখন দূরে চলে স্মৃতি kano ROY
এই নিয়মে ঘর সংসার ভাঙতে সাধ হয়
লিখিত চাই আজ তাই লিখে যাই লিখি bA r sreshtho আর নাহি হয়
আমার লেখার ভ্যাস গুলো যদি হতো যদি কবির কাব্য
হয়ত কেহ তাহা রাখিত হৃদয়ে হইতাম আমি লিখি JOGGO
এমনও আস নাই আমার তব এ নহে মোর ভাষ্য
চাহিয়াছি আমি জাগো সকলে এ কথা নয় অবিনশ্ব
সকলের তরে দেখাতে যদি পারতাম কিছু ভুল
বুঝিতে সবাই তাহার কি কাজ আমার কথার মূল
এইতো আমি বলিতে সদা প্রস্তুত যদি প্রস্তুত আজি দিও নাকো বাধা
যদি দেখো তুমি আমার এ কথা সকলের তরে পাই যোগ্যতা
তবে জেনে নিও আমার ভাষা দিতে পারে তোমায় সকল আসা
তবে কি আজ বলবো না তোমায় সত্যর পথে খুজি ও সদায়
সত্যের পথ জানো কি হেথায় রহমতের মালিক আছেন যেথায়
জীবন তরী চলে আমার তরীর মাঝে আমি না
কিসের মোহে কাটায় যেদিন সে কথাটা ভাবি না
যার তরি সে হায় মাঝি আমি তাহার সুরে বাজি
ভুল করিয়া অামায় বুঝি বইখানি দিলানা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এ কেমন নিয়ম বিধি দিলা এ সংসারে
ভবের তরে আয়েশা মানব সুখের স্বর্গ করে
স্বর্গ আমার রইল পড়ে কিসের নেশায় বেড়াই ঘুরে বুঝিয়াও বুঝি না
লেজীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
এই তো মোদের সাধের জীবন চলেছি বয়ে সারাটি ক্ষণ
এমন জীবন মানে খোঁজার সময় কি আজও হয়নি আমার
দয়া করে দেখাও তোমার আছে যত মহিমা
জীবন তরী চলে আমার তরীর মাঝি আমি না
যখন তোমার হৃদয় মাধবীলতা ফোটে
আমি তার গন্ধ পাই
যখন তুমি চেয়ে থাকো আকাশপানে
আমি মেঘ হয়ে উড়ে যাই
তোমার মনে কোন বিষন্ন তাইলে আমি তা অনুভব করি
তুমি কেঁদে কেঁদে অশ্রু ঝরালে আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি
সুশোভিত হৃদয় উৎফুল্ল হয় তোমারি ছোঁয়ায়
আসাভালোবাসা জাগ্রত হয় তোমারি মায়ায়
এস নীরবে মৃদু বাতাসের গতি পথে
রোদ হয়ে মিশে যাব আজি তোমার সাথে
জোছনা ঝরানো কোনো এক রাতে জাগিয়া কাটিবে কিছুক্ষণ
একই সাথে ভালোবাসার গল্প হবে সারাক্ষণ
প্রকৃতির সংশ্লিষ্টতা রবে যতক্ষণ হবে এক নীরব প্রেমের গল্প
যেখানে ভালোবাসা হবেনা আল্প
কভু ভালোবাসা সে কি দেবে
রাতজাগাপাখি আমি শুধু তারে ভেবে যাই
ভালোবাসা কভু সে কি দেবে গো আমায়
তারে দেখে দুই নয়ন চোখে হাজারো স্বপন
অনুভবে তারে পায়
ভালোবাসা কভু সে কি দেবে গো আমায়
তার ওই মুখের হাসি মন চাই ভালোবাসি
তার কথার ভাষা মনে জাগে ভরসা
তারি পাবারই আশায় মন কাছে যেতে চাই
ভালোবাসা কভু সে কি দেবে গো আমায়
দিন আসবে যখন তারে খোঁজে দু'নয়ন
যদি তারে খুঁজে পায়
ফেলে তারই দেখা বলব একা একা কেন রয়েছো বিধায়
ভালোবাসা কভু সে কি দেবে গো আমায় ,,,,,,,,
একদিন ভালোবাসার হবে হবে জয়
করি না করি না তবু কোন ভয়
রাত যায় দিন আসে ভালোবাসার বিশ্বাসে
আজ এই পথ চলার শেষ না হয়
একদিন ভালোবাসার হবে হবে জয়
বলেছি তারে আমি ভালোবাসার বহুগামী
ভেঙ্গো নাকো কভু তুমি আমার এ হৃদয়
হৃদয় ভেঙে গেলে জোড়া লাগে না কোনো ছলে
আজ তার সেই কথা বোঝা যেতে চাই
একদিন ভালোবাসার হবে হবে জয়
করি না করি না তবু কোন ভয়
স্বপ্নের বেড়াজালে দিন কাটে অবহেলে কল্পনা তবু আজই শেষ না হয়
ভালোবাসা বড় দামি চাইনা চাইনা আমি আজ শুধু এই ক্ষনে হারাতে তোমায়
একদিন ভালোবাসার হবে হবে জয় করি নত করিনা তো কোন ভয়
11 3 2012
ঝরা পাতার মতই ঝরেছে আমার স্বপ্নের রাজি
তবু দুঃখ নেই আমার কষ্ট নেইSOB যেন ভুলেছি আজি
বলছি তোমাকে শোনো ভেবো নাকো আজ যেন বড় অসহায়
ভুলেছি তোমাকে আজ নেই কোন দুঃখ রাজি নেই ভালবাসা পাবার অভিপ্রায়
আমার জীবন যদি বয়ে চলে নিরবধি একদিন যদি আসো পাবেনা আমায়
সেদিন হয়তো নিজেকে কাউকে সঁপে দেব আর মাঝে তোমাকে ভুলেছি ভুলে যেতে চাই
তারা ভরা রাতে সাথে জোসনার আলো mitali
সে যদি মোরে ভালোবাসে একথা শুধু তারে বলি
আজ এই মধুক্ষণ এসো মোর ভুবনে
চেয়ে দেখো দুনয়নে স্বর্গ সুধা সরালাম তোমারি চরণে
বেদনার রঙ নয় আছে ঝর্ণার কলকাকলি
সে যদি মরে বাসি ভালো সে কথা শুধু তারে বলি
চাঁদকে বলেছি যেন জোছনা না পুরাই
রাতকে বলেছি যেন নীরবতা না পারায়
জোনাকিরা ঝোপঝাড়ে আলো দেবে চুপিসারে
সে যদি আসে তারে দেব ভালোবাসার মালাটিরে
আবেগি এ রাতে যদি দেখা হয় তার সাথে
ও
য়াদা নেব তাঁরই কাছে হারায় না কভু যাতে
আর কখনো স্বপ্ন দেখে না
আর কখনো তুমি ভালবাসার স্বপ্ন দেখো না
আর কখনো তুমি ওরে আপন ভেবনা
বেনারসি শাড়ি পড়ে যাবে যখন পরের ঘরে
আমায় ভেবে তখন তুমি কষ্ট পেওনা
আর কখনো স্বপ্ন দেখে না
জানি যে ভুল আমারই ছিল স্বপ্ন দেখা মিথ্যে হলো
তোমার পাবার যোগ্যতা যে আমার ছিলোনা
আর কখনো স্বপ্ন দেখো না
যেদিন তুমি পরের হবে আমার কথা মনে রবে
ভেবে নিও সে দিনগুলো সত্য ছিল না
আর কখনো স্বপ্ন দেখিনা
তোমার ভালোবাসা বলে নতুন করে জন্ম নিলে
সেদিন যেন আমায় তুমি ভুলে যেও না
আর কখনো স্বপ্ন দেখো না
যদি তোমার ওই হৃদয়ে বাঁচতে ইচ্ছা নাহি করে
তবু তুমি বাঁচার তরে স্বপ্নগুলো নতুন করে
মনে কষ্ট নেবে না
আর কখনো স্বপ্ন দেখো না
নিশ্চুপ নিরবতা মনে পড়ে তার কথা
আজ তাই এই ভেবে মনে নিয়ে সব ব্যথা
বসে আছি নির্জনে ভাবি তারে আনমনে
সেকি এইখানে ভাবে মনে মনে মনে
যত স্মৃতি ছিল গাথা
নিশ্চুপ নিরবতা মনেপড়ে তারি কথা
দিয়ে হৃদয়ের অনুভূতি গড়েছি যত স্মৃতি শুধু তারই ভাবনায় কাটে দিন কল্পনাই
আমার না বলা কথা জমে হয় শত ব্যথা
নিশ্চুপ নিরবতা মনে পড়ে তারি কথা
হৃদয় গভীরে শত স্বপ্ন ঘুরে ফিরে শুধু তারই মনে করে তোলে সুর বারেবারে
জানিনা সে কত দূরে গেলে পাব তারে সেথা নিশ্চুপ নিরবতা মনেপড়ে তারি কথা
ভোরের পাখি ডাকে আমার প্রভাব হতেই
শিশির লুকায় ঘাসে সূর্যের দেখা পেতেই
আমার স্বপ্নলোকে তোমার ছবি থাকে
আমার প্রভাত হতেই ভোরের পাখি ডাকে
আজ তুমি কোথায় আছো কোন দূর অজানায়
আমি আজ তোমায় খুঁজি নীল স্বপ্নের ঠিকানা
মন চায় তারে পেতে গোধূলির লগ্ন যেতেই
ভোরের পাখি ডাকে আমার প্রভাত হতেই
আজ দেখা দেবে কি হৃদয় ব্যাকুল নদী
তোমাকে সাথে নিয়ে এই পথ চলা শেষ অবধি
ফিরে এসো এই পথে চলো আজ মোর সাথে
ভোরের পাখি ডাকে আমার প্রভাত হতে
জীবন মানুষকে কি দিয়েছে আর কি দেয়নি বল
যা চাইনি তাই পেয়েছি তবু বিষন্ন কেন স্বপ্নগুলো
নাচাইতে এইসবই পেলাম আমি এ মনোজগত মাঝে
হারাতেই হবে একথা যবে শেষ বিদায়ের ঘন্টা বাজে
তবু আশা পুরন হয় নাকো যেনো কিছু আজ নাহি পাই
স্বপ্ন দেখি অলৌকিক কিছু কবুতরের পাইনাই
অতৃপ্ত কেন যেন আজি হয়নাতো আমার
অপূর্ণতা রহিয়া গিয়াছে সে কথা বলি বারে বার
আজ যদি মোর অন্ধকারে পাঠাইতো এ জগৎ মাঝারে
কেমনে আমি লিখিতাম কবিতা কেমন লিখিতাম দেখিতাম জগত তারে
শ্রবণশক্তি হরণ করে পাঠাইতে যদি সে মোরে
কেমনে আমি বুঝতাম সবই বলিতাম আজ সকলের তরে
তবুও কেন আশা পুরনো হয়না তো HETHA
আজ মৃত্যু আসিলে হবে কি উপায়ে যাব আর আমি কোথা
Comments